
খেলা ডেক্স: সাত পাকে বাঁধা পড়লেন ২০২১ টোকিও বিশ্বকাপে ভারতের সোনা জয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। এই মুহূর্তে ভারতের অন্যতম তারকা ক্রীড়াবিদের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়। এমনকি প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে তার সম্পর্ক নিয়েও চর্চা হয়। তবে তিনি টেনিস প্লেয়ার হিমানি মোরেকে নিজের জীবন সঙ্গী বেছে নিলেন ।ইতিমধ্যে নেটদুনিয়ায় তাঁদের ছবি ভাইরাল। হিমানি পড়াশোনা করেছেন সাউথইস্টার্ন লুইসিয়ানা ইউনিভার্সিটিতে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ইউনিভার্সিটিতে তিনি পার্ট-টাইম ভলান্টিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ। হিমানি আমহার্স্ট কলেজের মেয়েদের টেনিস টিম দেখভাল করেন। ট্রেনিং, সূচি তৈরি, নিয়োগ ও বাজেট সংক্রান্ত বিষয় দেখেন। আর নীরজ ২০২১ সালে সোনা টোকিওতে সোনা জিতে ইতিহাস তৈরী করেন। যদিও গত প্যারিস অলিম্পিকে রুপো জেতেন। পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে পরাস্ত হন। তবে দেশের মন জিতেছেন তিনি।