
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ফের এক বার সন্ত্রাদবাদের বিরুদ্ধে সরব হলেন ভাতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোও লরেন্সোর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদকে ‘মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের প্রতি সমবেদনা জানানোর জন্য তিনি লরেন্সো এবং অ্যাঙ্গোলাকে ধন্যবাদ জানিয়েছেন।
শনিবার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে দৃঢ় এবং নিষ্পত্তিমূলক ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে সমর্থনের জন্য অ্যাঙ্গোলাকে আমরা ধন্যবাদ জানাই।’
জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার একদিন পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং অটারিতে সীমান্ত বন্ধ করা। মঙ্গলবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সশস্ত্র বাহিনীর তিন প্রধানকে জঙ্গি হামলার জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।
এদিন প্রধানমন্ত্রী মোদী অ্যাঙ্গোলার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য ২০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘আমরা অ্যাঙ্গোলার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে সহায়তা করতে পেরে খুশি হব।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা স্বাস্থ্যসেবা, হিরে প্রক্রিয়াজাতকরণ, সার এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রেও আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’