
ওঙ্কার ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ বীরত্ব পুরষ্কার কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করেন দেশের সাংবিধানিক প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।
রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা পুরষ্কার প্রদান অনুষ্ঠানের প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশকর্মীদের এই পুরষ্কার প্রদান করেন। এদিন চারটি মরণোত্তর-সহ ছয়টি কীর্তি চক্র এবং সাতটি মরণোত্তর-সহ ৩৩টি শৌর্য চক্র প্রদান করেছেন দ্রৌপদী মুর্মু। রাইফেলম্যান রবি কুমার, কর্নেল মনপ্রীত সিং, ডেপুটি-এসপি হিমানয়ুন মুজ্জাম্মিল ভাট এবং নায়েক দিলওয়ার খানকে মরণোত্তর কীর্তি চক্র প্রদান করা হয়। মারাঠা লাইট ইনফ্যান্ট্রির মেজর মল্ল রামা গোপাল নাইডু এবং পাঞ্জাব রেজিমেন্টের মেজর মনজিতকে কীর্তি চক্র প্রদান করা হয়। কর্তব্যরত অবস্থায় ব্যতিক্রমী সাহসিকতা এবং ত্যাগের জন্য মেজর আশীষ ধোনচক, সিপাহী প্রদীপ সিং, হাবিলদার রোহিত কুমার, কনস্টেবল পবন কুমার, কনস্টেবল দেবন সি, বিজয়ন কুট্টি জি এবং ক্যাপ্টেন দীপক সিং সহ সাতজন সাহসী কর্মীকে মরণোত্তর শৌর্য চক্র প্রদান করা হয়।
অদম্য সাহস, অতুলনীয় সাহসিকতা এবং ব্যক্তিগত সুরক্ষা উপেক্ষা করে কাজ করার জন্য কর্মীদের বীরত্ব পুরষ্কার প্রদান করা হয়। জম্মুকাশ্মীর এবং উত্তর-পূর্বে সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমন অভিযান, জলদস্যু বিরোধী অভিযান এবং অগ্নিনির্বাপণ অভিযান-সহ বিভিন্ন অভিযানের সময় ব্যতিক্রমী সাহস দেখানোয় এই সম্মান পেলেন পুরষ্কারপ্রাপকরা।