
ওঙ্কার ডেস্কঃ আইএসএল ও আইলিগে রেফারিং নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। ডার্বি হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিল ইস্টবেঙ্গলও। আপুইয়ার হ্যান্ডবলে নিশ্চিত পেনাল্টি তারা পায়নি, ভুল রেফারিং এর জন্য এমনটাই দাবি জানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিল লাল হলুদ শিবির । সোমবার সেই নিয়ে সাংবাদিক বৈঠকে বসেছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল। এদিন সাংবাদিক বৈঠকে কেটেল বলেন, ‘হ্যান্ডবল নিয়ে আমাদের ভুল ধারণা আছে। বল হাতে লেগেছে না হাত বলে লেগেছে, সেটা দেখতে হবে। পেনাল্টি বক্সের মধ্যে কোনও খেলোয়াড়ের হাতে বল লাগলে, রেফারিকে আগে দেখতে হয়, ফুটবলারের হাত ন্যায্য অবস্থানে ছিল কি না। যদি ন্যায্য অবস্থানে হাত থাকে, তাহলে পেনাল্টি নয়।’
কেটেল আরও বলেন, ‘‘ওই ম্যাচের বিতর্কিত ঘটনার পর আমি রিভিউ প্যানেলের সঙ্গে কথা বলি। এই প্যানেলে যেমন প্রাক্তন ফিফা ম্যাচ অফিসিয়াল আছেন। তেমন এএফসির বর্তমান রেফারি অ্যাসেসররাও রয়েছেন। তাঁরা খুব ভাল করে সেদিনের ঘটনা খুঁটিয়ে দেখার পর সিদ্ধান্ত নিয়েছেন, ওটা মোটেই হ্যান্ডবল ছিল না। রেফারি পেনাল্টি না দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।” এই প্রসঙ্গে অনেকেই বলেছেন বিদেশী রেফারি আনা প্রয়োজন, কারণ ভারতীয় রেফারিরা অনেক সময় পক্ষপাতদুষ্ট ও হতে পারেন। সেই অভিযোগ ও সম্পুর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি।ভারতীয় রেফারীদের উপরই আস্থা রাখছেন তিনি।
ভিএআর প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনই ভিএআর আনার মতো সামর্থ্য ভারতীয় ফুটবল ফেডারেশনের নেই, আর ভারতীয় ফুটবল ফেডারেশন রেফারিদের মান বাড়ানোর দিকে বেশী নজর দিতে চাইছে। তবে এই টেকনোলজি আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে ভারতীয় বোর্ড।