
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের জন্য টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল শুভমন গিলকেই। অতীতে ভারতের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করেছেন। ওয়ান ডে টিমে তাঁকে ডেপুটি করা হয়েছিল। তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের ডেপুটি ছিলেন। সেই শুভমন গিলকেই ক্যাপ্টেন করা হল। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্থকে। টিমে জায়গা হল না মহম্মদ সামির। নির্বাচক প্রধান অজিত আগরকর এবং সদস্য শিবসুন্দর দাস সাংবাদিক সম্মেলন করে ইংল্যান্ড সফরের জন্য চূড়ান্ত টিম ঘোষণা করেন। দলে জায়গা হয়নি পেসার মহ সামির মূলত ফিটনেসের জন্য। জসপ্রীত বুমরাহও সব টেস্টে খেলতে পারবেন না। তবে বাংলার অভিমন্যু ঈশ্বরণ দলে জায়গা পেয়েছেন আর বহুদিন পরে দলে কামব্যাক ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ করে দল থেকে বাদ পড়া করুণ নায়ার।শুভমান গিল (অধিনায়ক)
অভিমন্যু ঈশ্বরণ
যশস্বী জয়সওয়াল
কেএল রাহুল
করুণ নায়ার
সাই সুদর্শন
রবীন্দ্র জাদেজা
ওয়াশিংটন সুন্দর
নীতীশ কুমার রেড্ডি
ঋষভ পন্থ
ধ্রুব জুড়েল
জশপ্রীত বুমরাহ
মহম্মদ সিরাজ
প্রসিদ্ধ কৃষ্ণ
আকাশ দীপ
অর্শদীপ সিং
শার্দূল ঠাকুর
কুলদীপ যাদব