
ওঙ্কার ডেস্ক:যখন বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলি মধ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলির সাথে সম্পর্ক উন্নতিকরণে নজর দিচ্ছে, তখন ভারত নজর দিচ্ছে পূর্বের দেশগুলিতে। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক এমনিতেই খুব ভালো তাছাড়া গত কয়েক বছরে তেহরান ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ গুলির সাথে সম্পর্ক ভালো করেছে ভারত, এবার কিম জং ঊনের দেশ উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করার পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালের জুলাই মাসে পিয়ংইয়ং-এ ভারতীয় দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তখন বলা হয়েছিল কোভিড পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ক্রমশ বোঝা যায় যে ওই দেশের শাসকের অত্যাচারী শাসনতন্ত্রের কারণে ওই দেশের সাথে কূটনীতিক সম্পর্ক শিথিল করার পথে হাঁটছে ভারত, কারণ মহামারী শেষ হওয়ার পর দূতাবাস খোলার কোনো উদ্যোগ দেখায়নি ভারত।
কিন্তু গত কয়েক বছরে কিম জং ঊন রাশিয়া, চিন, ইরানের মতো দেশগুলির সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে। এবং বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই কোরিয়া উত্তর-পূর্ব এশিয়া তথা সমগ্র এশিয়ায় এক শক্তিশালী শক্তি হয়ে উঠতে চলেছে। কিছুদিন আগেই চিনের সাথে সুসম্পর্কের কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবার কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করে উত্তর পূর্ব এশিয়ায় নিজের অবস্থান আরো সুদৃঢ় করতে চাইছে ভারত।
কিন্তু, ভারতের পরমবন্ধু আমেরিকার চরমশত্রু হল উত্তর কোরিয়া, তাই এই সম্পর্কের উন্নতি আমেরিকার সাথে সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে তা নিয়েই প্রশ্ন উঠেছে বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।