
শুভাশিষ ঘোষ: এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান হলেও। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে এশিয়া কাপের মহারণে মাঠে নামতে হয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেড়িয়ামে।পাকিস্তানের বিরুদ্ধে টস জেতে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে বসে। দু’জনকেই সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। পরে শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নেন হ্যারিস রউফ। ১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৬ ওভারে ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৮৩। পাকিস্তানের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়া রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেয় মহম্মদ শামিকে। শামিকে টপকে দলে ঢুকে পড়েন শার্দুল ঠাকুর।