
ডিওয়াইএফআই ইনসাফ যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এমনওই অভিযোগ তুলে হরিণঘাটার বিরহী বাজারে রাস্তা অবরোধ করেন ডিওয়াইএফআই’র সদস্যরা। আটকে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করে বলেন, ইনসাফ যাত্রীরা চোর নয়। মানুষের অর্থ চুরির প্রতিবাদে রাস্তা নেমেছে। তাদের হেনস্তা করা হলে প্রতিবাদ হবে।