
ওঙ্কার ডেস্ক: দামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ‘ডিপসিক-আর১’ তৈরি করে নতুন বছরের শুরুতেই বিশ্বে সাড়া ফেলে দিয়েছে চিন। এর ফলে বছরের প্রথমেই বড় ধাক্কা খেল আমেরিকার শেয়ার বাজার। সোমবার ‘ডিপসিক-আর১’ আত্মপ্রকাশের পরেই আমেরিকা তথা বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা ‘এনভিডিয়া’র শেয়ার পড়ে গিয়েছে প্রায় ১৭ শতাংশ। এক দিনে মোট ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি ডলারে, ভারতীয় মুদ্রার হিসাবে যা প্রায় ৫০ লক্ষ কোটি টাকা!
ডিপসিক প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এক দিনে প্রায় ৬০ হাজার কোটি ডলার পতনের মুখ দেখেছে আমেরিকার এআই চিপ প্রস্তুতকারক সংস্থা ‘এনভিডিয়া’। ইতিহাসে এর আগে বাজারমূল্যে এত জোরালো পতন দেখেনি কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার। মাথায় হাত পড়েছে আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ট্রাম্প জানিয়েছেন, ডিপসিক বাজারে যে ঝড় তুলেছে, তা দেখে আমেরিকান সংস্থাগুলির ঘুম ভাঙা উচিত।