
Ukrainian servicemen fire with a tank towards Russian troops near a front line, amid Russia's attack on Ukraine, in Kharkiv region, Ukraine July 6, 2023. REUTERS/Vyacheslav Madiyevskyy
ওকার ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মীমাংসার পথ খুঁজতে আরও একধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই ইস্যুতে আলোচনার টেবিলে রাশিয়াকে টানতে সক্ষম হয়েছিলেন তিনি। এবার টানলেন ইউক্রেনকেও। বুধবার সৌদি আরবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় যোগ দিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এই আবহে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার একটা আভাস পাওয়া যাচ্ছে।
এই ইস্যুতে ট্রাম্প সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। এই সূত্র ধরে প্রায় তিন বছর ধরে চলে আসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে মঙ্গলবার সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো উচ্চপর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক হবে। এরপর ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানায়, বুধবার সৌদি আরবে যাচ্ছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সেখানে উপস্থিত আমেরিকা ও রাশিয়ার দুই রাষ্ট্রনায়কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শামিল হতে পারেন তিনি।
প্রসঙ্গত, গত বছর আমেরিকায় নির্বাচনের প্রচারপর্বে ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। নভেম্বরে ভোটে জেতার পরে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন এই প্রবীণ রিপাবলিকান নেতা। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে ইউক্রেন ইস্যুতে নজর ছিল আন্তর্জাতিক মহলের। এমনিতে ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সমীকরণ ‘মসৃণ’, ফলে একটা আশার আলো দেখা যাচ্ছিল। অনেকেই মনে করেছিলেন এবার বোধ হয় ইউক্রেনে শান্তির পথ খুলবে। এবার এই আলোচনায় জেলেনস্কির সম্মতি থাকায় যুদ্ধ মীমাংসার উদ্যোগ আরও দৃঢ় হল।