
ওঙ্কার ডেস্কঃ পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অভিনব পরিকল্পনা করছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অংশে যুদ্ধ বন্ধ করতে গাজা থেকে প্যালেস্টাইনিদের সরিয়ে দিতে চান তিনি। তাঁদের পাঠাতে চান অন্য কোনও দেশে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার ট্রাম্প জানিয়েছেন, ‘‘আমি জর্ডনের রাজার সঙ্গে ফোনে কথা বলেছি এবং ওঁকে জানিয়েছি, উনি যদি আরও প্যালেস্টাইনিকে আশ্রয় দিতে পারেন, আমার খুব ভাল লাগবে। কারণ, সমগ্র গাজ়া স্ট্রিপ এই মুহূর্তে ঘেঁটে রয়েছে। সাড়ে ১০ লক্ষের বেশি মানুষ রয়েছেন ওখানে, যাঁদের সরানো প্রয়োজন। আমরা জায়গাটাকে সাফ করতে চাই।’’
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতা এল-সিসির সঙ্গেও প্যালেস্টাইনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে শুধু জর্ডন বা মিশর নয়, প্যালেস্টাইনিদের জন্য বিকল্প ব্যবস্থা করতে আরব দেশগুলির সঙ্গেও আলোচনা করতে চান ট্রাম্প। তাঁর কথায়, ‘‘গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ মারা যাচ্ছেন। কিছু তো একটা করতে হবে! আমি এর জন্য আরব দেশগুলির সঙ্গেও কথা বলব। আরও বেশি করে বাসস্থান তৈরি করে প্যালেস্টাইনিদের আশ্রয় দিতে হবে। তা হলে তাঁরা শান্তিতে থাকতে পারবেন।’’ তবে প্যালেস্টাইনিরা গাজ়া ছেড়ে পাকাপাকি ভাবে অন্য দেশে যাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি জানিয়েছেন, প্যালেস্টাইনিদের আশ্রয় সাময়িক হতে পারে, আবার দীর্ঘস্থায়ীও হতে পারে।