
ওঙ্কার ডেস্ক: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।সোমবার রাত সাড়ে ১০টায় (ভারতীয় সময়) ক্যাপিটল রোটান্ডায় শপথ নিলেন তিনি ।২০১৭ সালের পর আবার হোয়াইট হাউসে প্রবেশ করলেন ট্রাম্প।
ট্রাম্পের শপথ পাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের তাবড় ব্যক্তিত্বরা। মার্কিন মুলুকের ধনকুবের ইলন মাস্ক থেকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি সকলেই থাকলেন শপথ পাঠের সাক্ষী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর । শপথের আগে, ক্যাপিটলে ওয়ান এলাকায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিকট্রি ব়্যালি’ করেন ট্রাম্প। ৪০ বছরের ইতিহাসে এই প্রথমবার মার্কিন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানটি বাইরের পরিবর্তে ইউএস ক্যাপিটলের ভিতরেই অনুষ্ঠিত হল।
প্রথা মেনে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন তাঁর পূর্বসূরি জো বাইডেন। আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল ক্ষমতা হস্তান্তর পর্ব। দ্বিতীয়বার শপথ নিয়ে একাধিক কঠিন সিদ্ধান্তের পথে হাঁটার ঘোষণা করলেন তিনি। শপথের কিছুক্ষণের মধ্যেই অভিবাসন নীতি নিয়ে নতুন বিল পাশ করল আমেরিকার সেনেট। শীঘ্রই তাতে সই করবেন ট্রাম্প। এছাড়াও শপথ নেওয়ার পরেই তিনি ঘোষণা করেন আমেরিকায় এখন থেকে দুটি লিঙ্গকেই স্বীকৃতি প্রদান করা হবে। স্থান থাকবেনা কোনও তৃতীয় লিঙ্গের । এছাড়াও কিছুদিনের মধ্যেই প্রায় ১০০ টি নতুন বিল আনার কথা জানিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।