
ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার মাঝেই এবার পশ্চিম এশিয়ার ইয়েমেনে হামলা চালানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। লোহিত সাগরের তীরে ব্যাপক বোমাবর্ষণ করেছে মার্কিন সেনাবাহিনী। যার ফলে ইয়েমেনের অন্তত ১৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনী এই হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর। এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, জলপথে বহু বাণিজ্য জাহাজ প্রতিদিন যাওয়ার সময় ইয়েমেনের হুথিরা সেই জাহাজ আক্রমণ করে বাণিজ্যে বাধা দেয়। এই গোষ্ঠীকে আবার ইরান সমর্থন করে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থক। প্যালেস্তাইনে ইজরায়ালে আগ্রাসনের তারা বিরোধী। ইয়েমেনে হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শনিবার মার্কিন সেনার হামলায় রাজধানী সানায় ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ন’জন। পাশাপাশি দেশটির উত্তরের সাডা প্রদেশেও ছ’জনের মৃত্যু হয়েছে। হুথিদের যাতে সমর্থন করা বন্ধ করে ইরান সেই উদ্দেশে ট্রাম্প হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘অবিলম্বে হুথিদের সমর্থন করা বন্ধ করুন। ইরান থেকে আমেরিকার উপরে যদি কোনও হুমকি আসে, তার দায় সম্পূর্ণ আপনাদের। এর ফল খুব একটা ভাল হবে না।’
অন্যদিকে এই হামলার জবাব দিতে হুথিরা প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। একটি বিবৃতি দিয়ে তারা বলেছে, ‘আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত।’