
ওঙ্কার ডেস্কঃ লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন যেন রাবণের চিতা। বহু চেষ্টার পর ও নিভছে না আগুন।এই আগুন ধ্বংস করল প্রায় ৪০ হাজার একরেরও বেশি জমি এবং সেখানকার অন্তত ১২০০টি ভবন। সেই সঙ্গে হারিয়ে গেল আমেরিকার মাটিতে বহু যত্নে আগলে রাখা রবীন্দ্রনাথের স্মৃতি। লস অ্যাঞ্জলেসের দীর্ঘদিনের বাসিন্দা মদনগোপাল মুখোপাধ্যায়।
পেশায় ক্যানসার চিকিৎসক মদনগোপাল মুখোপাধ্যায় ১৯৬৭ সালে আমেরিকায় আসেন।দীর্ঘ ৫৭ বছর ধরে তিনি সংগ্রহ করেছেন রবীন্দ্রনাথের লেখা বাংলা বই, পাণ্ডুলিপি ও ছবি। লস অ্যাঞ্জেলেসে তাঁর বাড়িতেই সংরক্ষিত ছিল সেই সব মূল্যবান জিনিস। দাবানলে পুড়েছে সেই মদনগোপাল বাবুর বাড়ি আর তার সঙ্গে পুড়ে ছাই হয়েছে সেই সব। পুড়ে গিয়েছে রবীন্দ্রনাথের হাতে লেখা অপ্রকাশিত বেশ কিছু কবিতা ও চিঠি এবং তাঁর লেখা ‘পার্সোনালিটি’ বইটির প্রথম সংস্করণের তাঁর সই করা একটি কপিও।