
ওঙ্কার ডেস্কঃ বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার চপারের সঙ্গে যাত্রিবাহী বিমানের সংঘর্ষে যাত্রীদের নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান। বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের এক যাত্রিবাহী বিমানের। সংঘর্ষের জেরে যাত্রীদের নিয়েই পটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্স ও সেনাবাহিনীর তরফে। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ বলেছেন, ‘‘বেশ কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেসরকারি সূত্র মারফত খবর ১৯ জন মারা গেছে এই দুর্ঘটনায়। সেনার ওই চপারেও সে সময় তিন জন ছিলেন। তাঁদের কোন খবর এখনও জানা যায়নি।
আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বুধবার রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ নম্বর বিমানটি। বিমানের যাত্রীদের খোঁজে পটোম্যাক নদীতে অনুসন্ধান শুরু করেছে একাধিক উদ্ধারকারী দল। জরুরি পরিস্থিতিতে ওয়াশিংটন বিমানবন্দরে আপাতত সব উড়ান এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে।