
ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর পথে রওনা দিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর তাঁদেরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়েছে মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোররাতে ফ্লরিডায় নামবেন সুনীতারা।
দীর্ঘ ন’মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের ড্রাগন যান। সেখানে সুষ্ঠু ভাবে মহাকাশযানটির অবতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ মহাকাশ স্টেশন ছেড়ে মহাকাশযানে ওঠেন সুনীতারা।
অন্যদিকে, সুনীতাদের ঘরে ফেরার গোটা প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচার করা হচ্ছে নাসার তরফে। সোমবার সকাল থেকেই সরাসরি সম্প্রচার করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। একটি বিবৃতি দিয়ে নাসার তরফে বলা হয়েছে, ১৭ ঘন্টা যাত্রা শেষে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লরিডার উপকূলে নামতে পারেন সুনীতা, বুচ-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী তখন বুধবার ভোর সাড়ে ৩টে।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। কিন্তু তাঁদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার জেরে তাঁদের ফিরে আসা হয়নি সেই সময়। তার পর থেকে একাধিকবার ফেরানোর চেষ্টা হলেও নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে গিয়েছে নাসা। ন’মাস ধরে মহাশূন্যে আটকে থাকার পর অবশেষে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানে চেপে তাঁরা ঘরে ফিরছেন।