
প্রতিনিধিঃ আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে ভুগছে পাকিস্তান। হুহু করে বাড়ছে পন্যের দাম। একডজন ডিম বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। পিঁয়াজের দাম সরকার ১৭৫ টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। মুরগীর মাংসের দাম কার্যত নাগালের বাইরে। লাহরে এককেজি মুরগীর মাংসের দাম ৬১৫ টাকা। ডিসেম্বরেই ইকোনমিক কো-অডিরেশন কমিটির তরফে পাকিস্তান ন্যাশনাল প্রাইজ মনিটরিং কমিটিকে দাম নির্ধারণ ও কৃত্রিম সংকট না হয়,তার নির্দেশ দেওয়া হয়েছিল।