
ওঙ্কার ডেস্ক: জন্মগত নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা অসাংবিধানিক বলে জানিয়ে দিল মার্কিন আদালত। ওয়াশিংটন প্রদেশের সিয়াটেলের আদালতের বিচারক এমন নির্দেশ দিয়েছেন।
গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমদিনেই তিনি বেশকিছু নির্দেশনামায় সই করেছেন। যার মধ্যে নাগরিকত্ব প্রসঙ্গে একটি নির্দেশনামা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা সেই নির্দেশনামায় বলা হয়, এখন থেকে মার্কিন মুলুকে জন্মালে সেদেশের নাগরিকত্ব পাওয়া যাবে না। সদ্যোজাত শিশুর বাবা এবং মা দুজনেই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা না হন তাহলে সেই শিশু নাগরিকত্ব পাবে না। আগামী ১৯ ফেব্রুয়ারির পর মার্কিন যুক্তরাষ্ট্রে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানান ট্রাম্প।
ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে বিতর্ক তৈরি হয় গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, আরিজোনা, ইলিওনিস, ওরেগনের মতো প্রদেশগুলি। অবশেষে সিয়াটেলের জেলা জজ জন কাফেনর ট্রাম্পের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সরব হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁরা দাবি করেন, সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন ট্রাম্প। মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনীতেই বলা রয়েছে, কেউ আমেরিকায় জন্মালে, সে মার্কিন নাগরিক।