
ওঙ্কার ডেস্ক: পবিত্র রমজান মাস শেষে এসেছে খুশির ঈদ। আর এই খুশির ঈদে ইজরায়েলি হামলা উপেক্ষা করে জেরুজালেমের আল আকসা মসজিদে এবং মসজিদের প্রাঙ্গনে সমবেত ভাবে নামাজ পড়লেন ১ লক্ষ ২০ হাজার প্যালেস্টাইনি।
প্রসঙ্গত আল-আকসা মসজিদ প্যালেস্টাইনিদের ধর্মীয় ও রাজনীতির ঐতিহ্যের প্রতীক। ইজরায়েলের বাহিনী প্রায় সময় প্যালেস্টাইনিদের এই মসজিদে প্রবেশে বাধা দেয়। যা নিয়ে মাঝে মধ্যেই উত্তেজনা তৈরি হয়। তৈরি হয় সহিংস পরিস্থিতিও। এই সব আশঙ্কার দোলাচলের মধ্যেই আল আকসা মসজিদে নামাজ পড়লেন লক্ষাধিক মুসল্লি। ঈদ উপলক্ষে ইজরায়েল আগে থেকেই আল-আকসা মসজিদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। রবিবার কড়া নিরাপত্তার মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইজরায়েলের বাহিনী এদিন মসজিদে মুসল্লি প্রবেশ সীমিত করার চেষ্টা করলেও লক্ষাধিক মানুষ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে।
শনিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত-সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দেশগুলো রবিবার ঈদ উল ফিতর উদযাপন করছে। এদিন যে সমস্ত দেশে ঈদ পালিত হচ্ছে সেই তালিকায় রয়েছে কুয়েত, কাতার, ইয়েমেন, প্যালেস্টাইন, লেবানন, সুদান, সোমালিয়া, জিবুতি, তুরস্ক, ব্রিটেন।
অন্যদিকে ঈদের দিন সকালে গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশু-সহ অন্তত নয় প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে।