
স্পোর্টস ডেস্ক :দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। সেখানকার পরিস্থিতি রীতিমতো আতঙ্কজনক। সেনাবাহিনী গোটা কাশ্মীর ঘিরে রেখেছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। Bcci সহ সভাপতি রাজীব শুক্লা এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এই জঙ্গি হামলার কড়া নিন্দা করি। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। এই পরিস্থিতির জন্যই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভবিষ্যতেও খেলব না।’
এরপরই তিনি বলেছেন, ‘সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। সরকারের সিদ্ধান্তের কারণেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না আমরা। আর ভবিষ্যতেও খেলব না। কিন্তু আইসিসি টুর্নামেন্টে উপায় নেই, খেলতে হবে। আইসিসিও জানে কী ঘটছে।