
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ইরান সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিলেন সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি। দেশটির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান কখনওই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি। কিন্তু কেউ যদি সংঘাত শুরু করে, তাহলে তাদের ‘শক্ত চড়’ কষানো হবে।
ইরানি নববর্ষ নওরোজ ১৪০৪-কে স্বাগত জানাতে উৎসবের মেজাজে ইরানের মানুষ। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২১ মার্চ রাজধানী তেহরানে এক সমাবেশে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। ইরানে নওরোজ উপলক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সমাবেশে ভাষণ দেওয়ার সময় আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিচ্ছে। তাদের জানা উচিত, ইরানকে হুমকি দিয়ে তারা কখনোই কিছু পাবে না।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমাদের বড় ভুল হলো, তারা মধ্যপ্রাচ্যে প্রতিরোধের কেন্দ্রগুলোকে ইরানের প্রক্সি বাহিনী বলছে। এটা অপমানজনক।’
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনি। এদিন তিনি ইজরায়েলকেও নিশানা করেছেন প্যালেস্টাইনের উপর হামলার জন্য। খামেনি বলেন, ‘ইরান জায়নবাদী ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।’ মাতৃভূমি রক্ষায় তৎপর প্যালেস্টাইনের নাগরিক এবং লেবানিজ সংগ্রামীদের ইরান সমর্থন করে’ বলে মন্তব্য করেন তিনি।