
ওঙ্কার ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ফের মুখোমুখি হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। যার ফলে মাঝপথে ভেস্তে গিয়েছিল সেই বৈঠক। সেই বৈঠকের পর চলতি সপ্তাহে ওয়াশিংটনের তরফে ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা সাহায্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এই আবহে সৌদি আরবের আয়োজনে আবার বৈঠকে মুখোমুখি হতে চলেছে ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
সৌদি আরবের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক হবে। জেদ্দায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনাকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি জারি করেছে সৌদি আরবের বিদেশ মন্ত্রক।
উল্লেখ্য, এর আগে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছিল। যদিও সেই বৈঠক ইউক্রেনের কোনও প্রতিনিধি ছিল না। প্রথম দফার সেই বৈঠক নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিক্রিয়ায় বিষয়টি অদ্ভূত বলে মন্তব্য করেছিলেন। তবে এবারের বৈঠক নিয়ে তিনি আশাবাদী। যদিও জেলেনস্কি নিজে এই সরাসরি অংশ না নিলেও তিনি সে সময় সৌদি আরবেই থাকবেন। অন্যদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনের আধিকারিকদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন।