
ওঙ্কার ডেস্ক : থাইল্যান্ডে ভূমিকম্প বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে খোলা আকাশে ভূমিষ্ট হল নবজাতক। ভালো আছেন মা ও সন্তান। এ যেন ধ্বংসের মধ্যে সৃষ্টির বার্তা। চারদিকের আর্তনাদ ম্লান করে হেসে উঠল আগামী দিন। শনিবার এমনই আবেগ প্রবণ ঘটনাটি দেখা গেল থাইল্যান্ডের রাস্তায়। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, তা জের এসে পড়েছে থাইল্যান্ডে। পরিস্থিতি বুঝে অল্প সময়ের মধ্যে খালি করে দেওয়া হয়েছিল ব্যাঙ্ককের প্রায় সবকটি হাসপাতাল। চটজলদি সেই সিদ্ধান্তে রুগীদের এসে নামতে হয়েছিল রাস্তায়। তার মধ্যেই জন্ম নিল এই সন্তান।
কম্পন অনুভূত হওয়ার পরই অন্যান্য হাসপাতালগুলির মতো ব্যাঙ্ককের বিএনএইচ হাসপাতাল এবং কিং চুলালংকর্ন হাসপাতাল থেকে রোগীদের বাইরে বার করে আনা হয়। আসলে ঘরবন্দী সকলকেই বাইরে আনা হচ্ছিল। আপদকালীন তৎপরতায় কাজ করছিল থাইপুলিশ। এরমধ্যেই কানে এলো নবজাতকের গলা। হাসপাতালের সামনে রাস্তায় স্ট্রেচারে শুয়ে সন্তানের জন্ম দিলেন এক তরুনী।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের সামনের রাস্তায় স্ট্রেচারে শুয়ে রয়েছেন বহু রোগী। কিছু রোগী রয়েছেন হুইলচেয়ারে। ওই অবস্থাতেই তাঁদের পরিষেবা দিচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। তরুণীর সন্তান প্রসবের সময়ে তাঁকে ঘিরে রেখেছিলেন কয়েকজন।