
স্পোর্টস ডেস্ক : আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে ফের ধামাকা। অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কাল চিপকে আরসিবির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়।ধোনির এই সিদ্ধান্ত তাঁর আইপিএল থেকে অবসরের প্রথম ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। আগামী বছরের আইপিএলের আগে মেগা অকশন হবে। ফলে নতুনভাবে দল সাজাতে হবে। পালাবদলের পথ মসৃণ রাখতেই ধোনি এই সিদ্ধান্ত নিলেন বলেই খবর। ২০২২ সালের আইপিএলে জাদেজার হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন গিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নার পর তিনি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধিনায়ক হয়েছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা সুখকর হন। জাদেজা নিজেও ব্যাট হাতে ব্যর্থ হন। চেন্নাই সুপার কিংসও ব্যর্থতার সম্মুখীন হয়। জাদেজা নেতৃত্ব ছাড়ায় ফের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। যদিও শেষ অবধি দলকে প্লে-অফে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কেন না, ধোনি যখন ফের অধিনায়কত্বের ব্যাটন নেন, তখন ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতে পয়েন্ট তালিকার নয়ে ছিল চেন্নাই সুপার কিংস।