
স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর হিসেবে ইতিহাদের নাম ঘোষণা করা হল। বৃহস্পতিবার এই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। চুক্তি অনুযায়ী সিএসকে-র ইভেন্ট ও প্ল্যাটফর্মে সাহায্য করবে ইতিহাদ। সিএসকে-র ক্রিকেটারদের জার্সিতে ইতিহাদের লোগো থাকবে।সেখানে ধোনির ৭ নম্বর জার্সি ভাইরাল।সম্প্রতি বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছে ইতিহাদ। এরপরেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে-র সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছে ইতিহাদ। এই চুক্তি প্রসঙ্গে ইতিহাদ এয়ারওয়েজের চিফ রেভেনিউ অফিসার অরিক দে জানিয়েছেন, ‘দু’দশক আগে ভারতে পরিষেবা শুরু করে ইতিহাদ এয়ারওয়েজ। ভারতে আরও বিনিয়োগ করা হচ্ছে। আজ আমরা সিএসকে-র সঙ্গে চুক্তির কথা ঘোষণা করছি। এদেশে ক্রিকেট বিরাট ব্যাপার। ফলে আমাদের কাছে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।