
স্পোর্টস ডেস্ক : ভারত, পাকিস্তান যুদ্ধ বন্ধ হওয়ার পরে আইপিএল স্তগিত হওয়ার পরে নতুন সূচি তৈরী হয়েছে। আর নতুন সূচি প্লে অফ আর ফাইনালের দিন ঘোষণা হলেও ভেন্যুর নাম দেওয়া হয়নি। ৩ জুন আইপিএলের ফাইনাল। শোনা যাচ্ছে হয়ত আইপিএলের ফাইনাল ইডেন থেকে সরতে পারে। ফাইনাল হবে আহমেদাবাদে। তার কারণ ৩ জুন নাকি কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আছে।বাকি ১৭টা ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে ৬টি শহরকে। এগুলো হল লখনউ, জয়পুর, বেঙ্গালুরু, দিল্লি,মুম্বই এবং আহমেদাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্স এই তালিকায় নেই।
গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের ডেরায়। ইডেন থেকে ফাইনাল না সরানোর দাবিতে সিএবি-র সামনে এদিন পোস্টার নিয়ে বিক্ষোভ করলেন সমর্থকরা। আহমেদাবাদকে ফাইনাল পাইয়ে দিতে এমন আচরণ করা হচ্ছে। যদিও সিএবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বোর্ডকে। Cab সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন,’আমার সঙ্গে বিসিসিআই সচিব এবং আইপিএলের গর্ভানিং কাউন্সিলের চেয়ারম্যানের কথা হয়েছে। আমরা আবহাওয়া দফতরের নথি আমাদের চিঠির সঙ্গে দিয়েছি। আমরা আশাবাদী ফাইনাল এখানেই হবে।এইসময়ে ভারতের বেশির ভাগ জাগায় বৃষ্টির সম্ভাবনা থাকে। আমরা জেনেছি কেরলে বর্ষা ঢুকবে ২৭ মে। সাধারণত কেরলে বর্ষা শুরু হওয়ার ১৫ দিন পরে কলকাতায় বর্ষা আসে। ফলে, বৃষ্টির কারণে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার কোনও যুক্তি নেই।”