
ওঙ্কার ডেস্ক: পরমাণু বোমা তৈরির পথে ইরান? সম্প্রতি এই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে দেশটি। আর এই কাজে সাফল্যও পেয়েছে তারা। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বুধবার এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি ইরানের এই উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের সংগঠন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-র রিপোর্টে জানানো হয়েছে, ইরান বিশাল পরিমাণ ইউরেনিয়াম তৈরিতে সফল হয়েছে। প্রায় ২৭৫ কিলোগ্রাম ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে দেশটি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা করতে সক্ষম হয়েছে তারা।
প্রসঙ্গত পরমাণু অস্ত্র নির্মাণ করতে প্রয়োজন পড়ে ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম। তবে ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করেও কম ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমা বানানো সম্ভব। সেক্ষেত্রে ৪২ কিলোগ্রাম ইউরেনিয়াম দরকার। ইরানের ইউরেনিয়াম সঞ্চয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। ইজরায়েলের তরফেও মনে করা হচ্ছে পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে ইরান। তবে তেহরানের দাবি, বিদ্যুৎ উৎপাদনের জন্যই ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে তারা।
ভিডিও দেখুন-