
স্পোর্টস ডেস্ক: আইএসএলের প্লে অফের সূচি ঘোষণা করল এফএসডিএল। ১৯ এপ্রিল থেকে শুরু প্লে অফ।আইএসএল ফাইনাল ৪ মে।
১৯ এপ্রিল প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।
প্লে অফের সূচী:
নকআউট – ১৯ ও ২০ এপ্রিল
সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল
সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) – ২৮ ও ২৯ এপ্রিল
ফাইনাল – ৪ মে
ইস্টবেঙ্গল সুপার সিক্স থেকে ছিটকে যাওয়ায় প্রথম ছয় দলের নাম ঠিক হয়ে গেছে। তারা হল মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট,ওড়িশা এফসি, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্স,চেন্নাইয়ান এফসি।বাংলার মোহনবাগান লড়ছে লিগ শিল্ড পেতে।