
বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর:ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায়ের খুনের ঘটনায় ,সিবিআই তদন্তের দাবি জানাল মৃত তৃণমূল নেতার পরিবার। উল্লেখ্য শনিবার রাতে ইসলামপুর মহকুমার শ্রীকৃষ্ণপুরের একটি ধাবায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন স্থানীয় তৃণমূল নেতা বাপি রায় । তিনি ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন । ঘটনায় আহত হয়েছে আরও এক তৃণমূল নেতা মহম্মদ সাজ্জাদ । নিহত তৃনমূল নেতা বাপি রায়ের স্ত্রী লিপি বিশ্বাস রায় বলেন, “আমার স্বামীকে কেন খুন করা হলো তা আমাদের কাছে পরিষ্কার নয় । আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই” তিনি আরও বলেন “আমার স্বামীকে খুন করার পাশাপাশি তার হাতের আংটি, মোবাইল, টাকা সব ছিনতাই করা হয়েছে ।” উল্লেখ্য মৃত বাপি রায়ের শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গিয়েছে । ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।