
বিক্রমাদিত্য বিশ্বাস,ইসলামপুর:
বুধবার সাত সকালে জমি নিয়ে ব্যাপক সংঘর্ষ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ।মৃত এক আহত বেশ কয়েকজন। মৃত ব্যক্তির নাম মজিবর ,বয়স ৬০ বছর। । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মজিবর এর লোকজনের সাথে স্হানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফারাজ এর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মজিবর এর লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এই ঘটনায় মজিবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গ্রামবাসীদের দাবি মৃত ব্যক্তি একজন তৃনমূল কর্মী ছিলেন। ঘটনায় বেশকয়েজন জখম হয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে। পাশাপাশি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।