
নিজস্ব প্রতিবেদক: গাজা স্ট্রিপে পরিস্থিতি আরও জটিল করে এবার ইজরায়েলের উপর সরাসরি হানার ডাক দিল ইরান।
উল্লেখ্য, ইরানের মাটিতে তেহেরানে হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ইসমাইল হ্যানয়কে হত্যা করে ইজরায়েল। এই হামলা এবং হত্যার পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি পর্যালোচনা করবার জন্য বুধবারই ইরানের সর্বোচ্চ সামরিক নীতি-নির্ধারক সংস্থা ইসলামিক রিপাবলিক আর্মি কাউন্সিলের বৈঠক ডাকা হয়। সেখানেই ইরানের সর্বোচ্চ নেতা খোমেইনি জানিয়ে দেন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে যেতে হবে।
উল্লেখ্য, ইরান এতদিন কার্যত প্রক্সিওয়ারের মধ্যে দিয়ে ইজরাইলের বিরোধিতা চালিয়ে যাচ্ছিল। কেবল এপ্রিল মাসে ইসরাইলের উপর মিসাইল হানা চালিয়েছিল ইরান। যদিও সেই মিসাইলগুলো ইরানের তেল আভিভের মাটিতে আছড়ে পরবার আগেই মাঝপথে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।
কিন্তু, এবার ইরান গুছিয়ে আক্রমণে নামতে চাইছে. ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকারী অন্যতম গেরিলা সংগঠন হেজাবুল্লা জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে এবার সর্বাত্মক আক্রমণে যেতে চলেছে।