
সুনন্দা দত্ত, হুগলি : ভোটবঙ্গে আয়কর হানা. শুক্রবার হুগলির মগড়া, বাঁশবেড়িয়ায় হানা আয়কর দফতরের আধিকারিকদের। তৃণমূল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি আয়কর দপ্তরের। সকাল সকাল আয়কর দপ্তরের একাধিক দল পৌঁছে যায় মগড়া ও বাঁশবেড়িয়ায় ব্যবসায়ীদের ঠিকানায়। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা।
উল্লেখ্য, কমল দাস নামে এক ব্যবসায়ীর নামে গত কয়েকদিন আগে তৃণমূলের ফান্ডিং করার অভিযোগ তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব. আয়কর দফতরের নজরে রয়েছেন সেই ব্যবসায়ীও.
তৃণমূলের অভিযোগ, লকেট এই ব্যবসায়ীর নাম উল্লেখ করার পরই তাঁর বাড়িতে আয়কর হানা. পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে. তার আগে আয়কর হানার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর.