
সাধনা মিস্ত্রির,যাদবপুর : যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলার পরিস্থিতি। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে আসে ডেপুটি কমিশনার এসএসডি, হোমিসাইডের আধিকারিক এবং পুলিশের নেতৃত্বে একটি ফরেনসিক দল আসে। ছাত্র মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণের জন্য সোমবার হোস্টেলে আসেন তারা। সূত্র মারফত জানা গেছে, সোমবার একটি ডামি ডল এবং দুটো বালিশ নিয়ে আসা হয় যাদবপুর মেন হোস্টেলে। মৃত ছাত্রের সমান ওজন ও সম উচ্চতার ডামি পুতুল তৈরি করা হয় । এরপর ব্লকের তিন তলা থেকে ডামি পুতুলটিকে ফেলা হয়। ৯ তারিখ রাতের ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা, নাকি খুন, সেই বিষয়টি খতিয়ে দেখতেই তিন তলা থেকে ডামি পুতুলটিকে ফেলা হয় এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয়।