
বাবলু প্রামাণিক, যাদবপুর: আর জি কর কান্ড নিয়ে রাজনীতি করছে রাজ্যের বিরোধী দলগুলি।তারা মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার করছে।এরই প্রতিবাদে শনিবার রাতে যাদবপুরে তৃনমূলের প্রতিবাদ ও শান্তি মিছিল। এদিন বিজেপি, সিপিআইএম ও এসইসিআইএর কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদারের নেতৃত্বে প্রতিবাদ ও শান্তি মিছিল করা হয়।জয়নগর থানার গোচরণ বাসস্ট্যান্ড থেকে সরবেড়িয়া বাজার পর্যন্ত চলা এই মিছিলে সামিল হয়েছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা।
প্রতিবাদ ও শান্তি মিছিলের পাশাপাশি সরবেড়িয়া বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়,। এই সভায় সায়নী বলেন বিজেপি ,সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চায়।কিন্তু বাংলার মা বোনেরা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন । এই সভায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা সহ স্থানীয় তৃণমূলের নেতৃত্ব বৃন্দ।