
নিজস্ব প্রতিনিধি: ৯ আগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টোলে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। বৃহস্পতিবার যাদপুরে বিক্ষোভ মিছিল করে এআইডিএসও প্রতিনিধিরা। তাঁদের দাবি অবিলম্বে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে। যাদপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে অবরোধ করা হয় এআইডিএসও সমর্থকদের পক্ষ থেকে। যারফলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভবিষ্যতে এই প্রতিবাদ আরও জোড়ালো হবে বলে দাবি করেন তাঁরা।