
প্রতীতি ঘোষ,জগদ্দল: সোমবার ভোররাতে গুলি চললো জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা তোষ গড়গড়ির বাড়িতে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি।পুলিশ সূত্রে জানা গেছে সোমবার ভোররাতে একদল দুষ্কৃতি হানা দেয় তোষ গরগরির বাড়িতে। সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না তোষ গড়গড়ি। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তোষ গরগরির বাবা এবং মা। তাদেরকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি চলার ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন তোষের পরিবার।
এই বিষয়ে ব্যারাকপুর জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি বলেন শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।পুলিশ নির্বিকার হয়ে রয়েছে।
তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। খুব শীঘ্রই দোষী ধরা পড়বে।
কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।