
নিলয় ভট্টাচার্য, নদিয়া : লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। জেলায় জেলায় কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে শাসকদল তৃণমূল। জোরকদমে সংগঠন পোক্ত করতে মাঠে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু, প্রার্থী ঘোষণা হতেই ফের কি গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ? এই প্রশ্ন উঠছে কারণ, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে পড়ল পোস্টার। ‘দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন, জগা হঠাও, নদিয়া বাঁচাও’, ‘অযোগ্য অপদার্থ জগাকে মানছি না মানবো না’ লিখে ফেলা হলো একাধিক পোস্টার। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা না গেলেও, পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি, নদিয়া দক্ষিণ।
জানা যায়, রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে প্রথম থেকেই মেনে নিতে পারছিলেন না নদিয়া দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকেরা। তবে এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন জগন্নাথ সরকার. তিনি বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই এরকম ঘৃণ্য কাজ করেছে। এর সাথে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। যদিও তৃণমূল এই কাজের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন জেলার তৃণমূল নেতৃত্ব। কে লাগালো পোস্টার, এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন এলাকাবাসীরা।