
নিজস্ব প্রতিনিধিঃ রবিবাসরীয় প্রচারে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খান। আসানসোল দক্ষিণ বিধানসভা মহিশিলা কলোনিতে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। আসানসোল লোকসভা কেন্দ্র এই মুহুতে প্রচারে এগিয়ে বামপ্রার্থী জাহানারা খান।জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি। এবার দেখার আসানসোলের জনগণের রায় কোন দিকে যায়।