
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ দোলের দিন পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুমৃত্যু। ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল জলপাইগুড়ির আমবাড়ি ফালাকাটা এলাকা। ঘাতক গাড়িতে আগুন ধারিয়ে দেয় উত্তেজিত জনতা। গণপিটুনিতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন পিকআপ ভ্যানের চালক।
সূত্রের খবর, শিলিগুড়ির দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটির ধাক্কায় মৃত্যু হয় একটি ৪ বছরের শিশুর। ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। চালককে টেনে গাড়ি থেকে বের করে চলে গণপিটুনি। পিকআপ ভ্যানটি আগুন ধরিয়ে দেয় স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশবাহিনী।
পুলিশকে সামনে পেয়ে আরও ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় ওই গাড়ির চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। সেসময়ই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বাসিন্দাদের। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।