
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
শিকার ভুলে বসন্ত উৎসবে মাতোয়ারা জলপাইগুড়ির বন বস্তি।এবার বসন্তে দেখা মিলেছে বৃষ্টির। আর এই বৃষ্টির জলের স্পর্শে ডুয়ার্সের জঙ্গলে ফিরে এসেছে প্রাণের স্পন্দন সবুজ রঙে সেজে উঠেছে বন , আর সেই সবুজের ফাঁক দিয়েই কেউ যেন উঁকি মেরে বলছে বসন্ত এসে গেছে।বসন্তের রঙে সেজে উঠেছে জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত বধুরাম বনবস্তি।বসন্ত উৎসবে এলাকার কচিকাঁচা দের সঙ্গে নিয়ে ধামসা মাদল আর বাঁশির সুরে কোমর দুলিয়ে মেতে আনন্দ উৎসবে উঠেছে আদিবাসী সমাজের প্রবীণ থেকে নতুন প্রজন্মের রিমা ওরাওঁ, বাসন্তী তিরকি। সবুজ বনে আজ লাল, নীল , হলুদের রঙের মেলা । রঙ বেরঙের আবির মেখে আনন্দে আত্মহারা এই বন বস্তির আট থেকে আসি।