
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
একেই বলে শীরে সংক্রান্তি, হাতে গোনা কয়েকটি দিন পরেই পৌষ সংক্রান্তি ।ঠিক তার আগেই মঙ্গলবার শীত ফিরলো জলপাইগুড়িতে,সঙ্গে ঘন কুয়াশা।আর তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে আঁচ পোহাতে দেখা গেল পথ চলতি মানুষকে।উল্লেখ্য সোমবার রাত থেকেই জলপাইগুড়িতে নিম্নমুখী পারদ, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি।
পৌষের কনকনে ঠাণ্ডা তার সঙ্গে ঘন কুয়াশা এমন পরিস্থিতি থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন, এদিন তাই শহরের বিভিন্ন স্থানে,এবং পথের ধারে আগুন জ্বেলে শরীরকে সচল রাখার প্রচেষ্টা দেখা গেলো জলপাইগুড়ি শহরে।
এই প্রসঙ্গে দিন মজুর বাবু মন্ডল জানান, আজ ঠাণ্ডা অনেকটাই বেশী তাই অল্প শুকনো ডালপালা যোগাড় করে আগুন জ্বালিয়েছি।
কুয়াশার সঙ্গে ঠান্ডা প্রসঙ্গে শহরের প্রবীণ নাগরীক নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, আজ খুব ঠাণ্ডা অনুভূত হচ্ছে, আশাকরি বেলা বাড়লে যদি রোদ ওঠে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।
অপরদিকে কুয়াশার চাদরে মোড়া ভোরের স্বাদ নিতে রাজপথে প্রাতভ্রমণ কারী দের ভিড়ে সামিল হতে দেখা গেলো আট থেকে আসি সবাই কে।
মঙ্গলবার জলপাইগুড়ির তাপমাত্রা ১১ডিগ্রিতে নেমে যায় সঙ্গে ঘন কুয়াশার কারনে দৃশ্যমান্যতা কমে যায়, যার প্রভাব পরে যানবাহন চলাচলে ওপরও।