
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেনি জলপাইগুড়ির তিস্তা পাড়ের সুকান্ত পল্লী সহ অন্যান্য নদীর পার্শ্ববর্তী গ্রামের মানুষ। তবে শুক্রবার ভোরের আলো ফুটতেই দেখা গেছে শান্ত তিস্তা বয়ে চলেছে, হিমেল হাওয়ায় দুলছে কাশ বন। মঙ্গলবারে
উত্তর সিকিমে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ে ছিলো জলপাইগুড়ি তিস্তা পারেও। দুশ্চিন্তায় ছিলেন সমগ্র জলপাইগুড়িবাসী। যদিও আজ আতঙ্ক অনেকটাই কেটেছে বলে জানান স্থানীয় বাসিন্দা বিধান সরকার।
অপরদিকে তিস্তা পাড়ের আরেক কৃষক জানান, দুদিন তো অনেক ভয়ে কাটিয়েছি রাত, তবে আমাদের এই দিকে জল ওঠেনি, আজ আকাশ ও পরিষ্কার নদীতে জল বাড়েনি।তাই কৃষি কাজ শুরু করেছি আজ থেকে।
পুজোর আর হাতে মাত্র বাকি কয়েকদিন। তার আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছিল উত্তরবঙ্গবাসীর। তবে সেই সংকট কাটায় কিছুটা হলেও স্বস্তিতে উত্তরবঙ্গবাসী।