
নিজস্ব প্রতিনিধি, হাসিমারা: সোমবার সাত সকালে শ্রমিক অসন্তোষের জেরে উত্তপ্ত ভার্নাবাড়ি চা বাগান।সকাল থেকে বাগানের শ্রমিকরা কাজে না গিয়ে একাধিক দাবিতে ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন।
চা বাগান শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ নির্দিষ্ট কাজের সময়সীমা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বাগানের চা গাছে কীটনাশক ছেঁটানোর দায়িত্বে থাকা শ্রমিকদের মজুরি থেকে বাগান কর্তৃপক্ষ অন্যায়ভাবে পাঁচ টাকা করে মজুরি কেটে নিচ্ছে। শ্রমিকদের আরও অভিযোগ, কোনো শ্রমিক অসুস্থ হলে সঠিকভাবে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হয় না। নিজেদের ন্যায্য আধিকারের দাবিতে বাগানের সমস্ত কাজ বন্ধ করে ধর্নায় বসেছে শ্রমিকেরা।
সমস্যা সমাধানে বাগান কর্তৃপক্ষের তরফে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে আলোচনার ডাক দিয়েছে। সোমবার বেলা পর্যন্ত কোনও শ্রমিক কাজে যোগ দেননি বলে সূত্রের খবর।