
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি হল লেপার্ড। রবিবার বাতাবাড়ি চা বাগানের ৫ বি সেকশনে বন দফতরের পাতা খাঁচায় লেপার্ডটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে চা বাগানের বাসিন্দারা লেপার্ডের গর্জন শুনতে পায়। খাঁচার কাছে গিয়ে দেখেন, একটি লেপার্ড খাঁচার ভেতরে আটকে পড়েছে। খবর পেয়ে বহু মানুষ লেপার্ড দেখতে ভিড় জমান ৫ বি সেকশনে। বাগান কর্তৃপক্ষ খবর দেয় বন বিভাগের খুনিয়া রেঞ্জে।
খুনিয়া স্কোয়াডের বনর্কর্মীরা এসে খাঁচা সহ লেপার্ড টিকে উদ্ধার করে নিয়ে যায়। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান, খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বাতাবাড়ি চা বাগানে লাগাদার লেপার্ড হামলা হচ্ছিল। সন্ধ্যার পরেই চা বাগানের ৫ বি সেকশনে এলাকায় শ্রমিক লাইন থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, মুরগি, গরু। উল্লেখ্য, কয়েক দিন আগে চা বাগানে কাজ করার সময় এক চা শ্রমিককে হমলা করে লেপার্ড। গুরুতর জখম হয় ওই কর্মী। এদিন লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি বাগানে।