
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : বাড়ছে মানুষ এবং বন্য প্রাণের সংঘাত. রেলপথ রক্ষা করতে ডুয়ার্সের মোরাঘাট এলাকায় হাতিদের হাই সেনসেটিভ করিডর আটকে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ রেলের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা, চিন্তায় বনদফতরও।
বর্ষাকালে ভুটান থেকে অতিরিক্ত বৃষ্টির জল হাতিনালা দিয়ে এসে রেললাইন ক্ষতিগ্রস্ত করতে পারে. সেজন্য জলপাইগুড়ির বানারহাট ব্লকের মরাঘাট চৌপথি থেকে হাতিনালার একপাশে পাড় বাঁধ দিচ্ছে রেলদপ্তর।
বিন্নাগুড়ি এলাকায় বানারহাট হিন্দি কলেজ সংলগ্ন হাতির কয়েকটি করিডর রয়েছে। যাতায়াতের রাস্তায় বাধা পেলে লোকালয়ে হানা দেবে হাতি এবং অন্যান্য বন্যপ্রাণীরা। বন্যপ্রাণীর হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। হাতিদের করিডর বাঁচাতে ইতিমধ্যে বন দফতর ও পরিবেশ প্রেমীরা রেল দফতরের কাছে চিঠি দিয়েছে।