
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা এবং চাপড়ামারী জঙ্গলে শুরু হবে গন্ডার শুমারি। ৫ এবং ৬ মার্চ থেকে শুরু হবে এই কাজ । শেষ গন্ডার শুমারি হয়েছিল ২০২২ সালে। সেইসময় গরুমারায় গন্ডারের সংখ্যা ছিল ৫৫ টি। আর এবার গন্ডারের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন বন দফতর । এই গন্ডার শুমারি উপলক্ষে রবিবার থেকে দুইদিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। প্রথম দিনে বনকর্মী, বনসুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ হবে। দ্বিতীয় তথা শেষ দিনে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম দিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডিএফও গরুমারা দ্ধিজপ্রতীম সেন। তিনি এ বিষয়ে বলেন,” প্রায় ত্রিশটির বেশি টিম এই সুমারির কাজ করবেন। ট্র্যাপ ক্যামেরা এবং কুনকি হাতির সাহায্যে চলবে এই গন্ডার সুমারি।
এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি, বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম সহ বনদপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
ভিডিও দেখুন-