
জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় : তিস্তা পাড়ে ধুঁকছে চা শিল্প। বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এবার দেহ ব্যবসা ও মানব পাচারের অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করল মালবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে মাল শহরের বালাজি মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে অভিযুক্ত তিন মহিলাকে গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার হয় দুই যুবতী। যুবতীদের অভিযোগ, তাঁদেরকে জোর করে দেহ ব্যবসায় আনা হয়েছে। এছাড়াও তাঁরা জানান, তাঁদের ওপর শারীরিক নির্যাতন করত অভিযুক্তরা। মঙ্গলবার পুলিশ অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেশ করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই প্রসঙ্গে নারী পাচার বিরোধি অভিযান চালিয়ে যাওয়া সেচ্ছা সেবি সংগঠণের একাংশের মতে দীর্ঘ সময় ধরে ডুয়ার্সের মূল অর্থনীতির অন্যতম চা শিল্প ধুঁকছে, বেশ কিছু চা বাগান বন্ধ।আর এই দুর্বল আর্থসামাজিক অবস্থার সুযোগ কে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ ডুয়ার্স জুড়ে মানব পাচারের সঙ্গে যুক্ত হয়েছে।