
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি
জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। পাশাপাশি চলছে চলছে আধা সেনার টহল। আতঙ্কে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে।বুধবার জলপাইগুড়ি জেলার সদর ব্লকের সাউথ বেরুবাড়ী অঞ্চলের সাতকুড়া, ধর ধরা গ্রামের সঙ্গে যুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে চলে আসবার চেষ্টা করছিলেন।এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছিলো উত্তেজনা।পরিস্থিতি অনুধাবন করেই দ্রুত অতিরিক্ত সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন করে আটকে দেয় ওপার থেকে এপারে আসার চেষ্টা। সেই ঘটনার পর বৃহষ্পতিবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাউথ বেরুবাড়ী ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে বলে এদিন জানালেন , সীমান্ত বরাবর টহলরত ভারতীয় আধা সেনা বি এস এফের জনৈক আধিকারিক।
অপরদিকে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, আমরা আতঙ্কে রয়েছি, ওপারের লোকদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে ওরা আমাদের গ্রামে ঢুকতে চেষ্টা করছে, তবে এখন বিএসএফ আছে এবং আজকে আরও বেশী করে বিএসএফর বাহিনী গ্রামে টহল দিচ্ছে, তাই একটু শান্তিতে আছি।