
উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার ভারত ভুটান সীমান্তে উত্তেজনা। বাংলাদেশের পর এবার ভুটান পুলিশের হাতে আক্রান্ত হলেন পাঁচ ভারতীয় যুবক, এই অভিযোগ ঘিরে উত্তাল জলপাইগুড়ির ভারত ভুটান সীমান্ত. পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আধা সেনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানার অন্তর্গত চাংমারি চা বাগানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানে যাবার জন্য একটি নির্দিষ্ট গেট. সেই গেট দিয়েই শনিবার চাংমারি চা বাগানের পাঁচ যুবক অন্যান্য দিনের মতো ভূটানে প্রবেশ করেছিলো আর পাঁচ জন ভারতীয়ের মতই। তবে, সন্ধের সময় উক্ত পাঁচ যুবক চা বাগানে ফিরে এসে অভিযোগ করে ভূটান পুলিশ তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করেছে।
এরপরই রবিবার চা বাগানের শ্রমিক এবং স্থানিয় বাসিন্দারা, ভারত-ভূটান সীমান্ত গেট বন্ধ করে যাবতীয় যাতায়াত স্তব্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেছে।
এ বিষয় জেলা পরিষদের প্রাক্তন মেন্টর অমরনাথ ঝা জানান, যে এই ঘটনা শনিবার সন্ধে হয়েছিল. পাঁচ ছাত্র আইডি কার্ড দেখিয়ে ভূটানে প্রবেশ করে. ভুটান পুলিশ তাদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ. এই ঘটনায় নজর রাখছে পুলিশ প্রশাসন. পাশাপাশি, কেন্দ্রীয় আধা সেনাও পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে বলে জানান অমরনাথ ঝা.
এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খনডাভালে জানান, একটি স্থানীয় সমস্যা তৈরি হয়েছিল. এর সঙ্গে আন্তর্জাতিক ইস্যুর যোগাযোগ নেই. এই মুহূর্তে জল জেলারবাংলাদেশ এবং ভূটান সীমান্ত শান্ত.