উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মা ও ছেলে। মৃতদের নাম ননীবালা রায় ও টিংকু রায়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদর পাড়া এলাকার। স্থানীয় সূত্রের খবর শনিবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ননীবালা রায়ের ঘরে। রাত দশটা নাগাদ বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা ননীবালা দেবীর বাড়ি পৌঁছান। এরপর সমস্যার সমাধান হয় বলেই মনে করেছিলেন ননীবালা দেবীর পরিবারের সদস্যরা। জ্বলে বাড়ির আলো। এদিকে সেই বাড়িতেই রবিবার ভোরে ঘটলো এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পর ক্ষুব্ধ প্রতিবেশীরা জানান শনিবার রাতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঐ বাড়িতে গিয়েছিলেন। লাইন ডাইরেক্ট করে দেওয়ার জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটলো বলে মনে করছেন প্রতিবেশীরা। এদিকে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল ইনচার্জ জয়দীপ দাস জানান- তার দিয়ে বিদ্যুতের লাইন করা ছিল সেই কারণে এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ননীবালা দেবী এবং টিংকু রায়ের নিথর শরীর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।